বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ নদীয়ার কল্যাণীতে এইমস অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস হওয়ায় চিকিৎসার ক্ষেত্রে এ রাজ্যের মানুষ ব্যাপক সুবিধা পাবেন বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন। তিনি শুক্রবার সন্ধ্যায় কল্যাণীর এইমস হাসপাতাল পরিদর্শন করেন। তিনি আরও জানালেন আগামী দিন হসপিটালের সব সুবিধা চালু হয়ে যাবে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার মানুষ আরও ভালো পরিষেবা পাবে। এছাড়াও মেডিক্যাল ছাত্র-ছাত্রীদের জন্য কলেজ শুরু হয়ে গেছে। মেডিক্যাল ছাত্র-ছাত্রীদের শিক্ষার সুযোগ সুবিধা অনেক ভালো ব্যবস্থা রয়েছে।
হাসপাতাল পরিদর্শনের পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। পরে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া সাংবাদিকদের জানান, কল্যাণীর এইমস হাসপাতালে দু’বছর আগেই এম.বি.বি.এস পাঠক্রম শুরু হয়েছে। এর নির্মাণ কাজ সম্পূর্ন হয়ে পুরোপুরিভাবে চালুর মুখে। পশ্চিমবঙ্গের বিশেষত দক্ষিণবঙ্গ সহ প্রতিটি জেলা গুলির মানুষ ব্যাপক ভাবে উপকৃত হবেন। খুব শীঘ্রই সেখানে ইন্ডোর বিভাগ চালু করা হবে বলে তিনি আশ্বাস দেন। এদিন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া ছাড়াও উপস্থিত ছিলেন দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার এবং শান্তনু ঠাকুর।
Social