Breaking News

নতুন ব্লক কমিটিতে পদ না পেতেই পদত্যাগ পত্র পাঠালেন বর্ষিয়ান তৃণমূল নেতা

 

 

বিশ্বজিৎ মন্ডল, মালদাঃ পঞ্চায়েত ভোটের প্রাক্কালে প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। পদচ্যুত হওয়াই ক্ষোভ প্রকাশ করে পদত্যাগ করলেন বর্ষিয়ান নেতা। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দলের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ। পঞ্চায়েত ভোটে দলের ফলাফল খারাপ হবে দাবি ওই নেতার। যদিও গোষ্ঠী কোন্দলের কথা মানতে নারাজ ব্লক সভাপতি। প্রাক্তন ব্লক সভাপতি মুখে না বললেও কার্যত মেনে নিয়েছেন গোষ্ঠীদ্বন্দ্বের কথা। ফলে চরম অসস্তিতে তৃণমূল নেতৃত্ব।

 মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন শেখ দানেশ। ২০১৯ সালে মৌসম বেনজির নূর জেলা সভানেত্রী থাকা কালীন তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। তারপর থেকেই সামলেছেন ব্লক সহ-সভাপতির দায়িত্ব। কিন্তু দুই মাস আগে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে ব্লক সভাপতি পরিবর্তন হয়। হজরত আলীর জায়গায় ব্লক সভাপতি হন তবারক হোসেন চৌধুরী। দুই মাস পর নতুন ব্লক সভাপতির নেতৃত্বে ব্লক কমিটি ঘোষণা হয়। সেই কমিটিতে সহ-সভাপতির পদ পাননি শেখ দানেশ। তাকে ব্লক কমিটির সাধারণ সদস্য করে রাখা হয়েছে। এ লিস্ট সামনে আসতেই ক্ষুব্ধ ওই নেতা। সোমবার লিখিত ভাবে পদত্যাগ পত্র পাঠিয়েছেন ব্লক সভাপতিকে। তারপরেই সংবাদ মাধ্যমের সামনে উগরে দিয়েছেন দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ। তবে তিনি দলত্যাগ করছেন না। সাধারণ কর্মী হিসেবে দলে থেকে যাবেন। 

এদিকে এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।   এদিকে এই নিয়ে তৃণমূলকে তীব্র খোঁচা দিয়েছে বিজেপি। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কর্মীরাই নেতাদের নিয়ে খেলবে এমনটাই কটাক্ষ বিজেপির।

About Burdwan Today

Check Also

সম্পত্তিগত বিবাদের জেরে ভয়ঙ্কর কাণ্ড, দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *