টুডে নিউজ সার্ভিস, রায়নাঃ ধারান বুড়োপীর প্রগতি সংঘের বাণী বন্দনায় উপস্থিত তৃণমূল সাংসদ এবং বিশিষ্ট অভিনেত্রী শতাব্দী রায়। সঙ্গে উপস্থিত ছিলেন প্রফেসর এবং বিশিষ্ট সমাজসেবী মৃগাঙ্ক ব্যানার্জী, নবদিশা সমাজসেবী সংগঠনের রাজ্য সভাপতি সফিকুল ইসলাম, রায়না ১ ব্লকের বিডিও লোকনাথ সরকার, দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের সম্পাদক মোল্লা সফিকুল ইসলাম। অনুষ্ঠানের প্রথমেই শতাব্দী রায় সহ মঞ্চে উপস্থিত সবাইকে বরণ করে নেন ধারান বুড়োপীর সংঘের সদস্যরা। সংঘের সম্পাদক সুরজিৎ কর্মকার বলেন গতকাল অর্থাৎ শুক্রবার সরস্বতী পূজার আনু্ঠানিক উদ্বোধন করেছেন রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তর-এর মন্ত্রী জোৎস্না মান্ডি, জেলা পরিষদের সভাপতি তথা রায়না বিধানসভার বিধায়ক শম্পা ধাড়া, জেলা পরিষদের সদস্য মন্দিরা দোলুই। শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করলেন শতাব্দী রায়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পর এলাকার অসহায় মানুষদের শীত বস্ত্র দান করা এবং এলাকার মানুষদের হাতে পৃথিবীকে সবুজায়ন করার লক্ষ্যে অনবদ্য ভূমিকা পালন করেন সীমা কর্মকার। তিনি আরো জানান এই বছর আমাদের সরস্বতী পূজা নবম বর্ষে পদার্পণ করল। শতাব্দী রায় বলেন এই সরস্বতী পূজার দিনে প্রত্যন্ত গ্রামে এসে খুব আনন্দ পাচ্ছি। বুড়ো পীর প্রগতি সংঘের সমস্ত সদস্যদের ধন্যবাদ দেন সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য। কারণ একটাই হিন্দু-মুসলিম মিলে এখানে যে সরস্বতী পূজা হচ্ছে সেটাই বাংলার সম্প্রীতি। বাংলায় তৃণমূল কংগ্রেস সম্প্রীতির বার্তা বরাবরই ছড়িয়ে দিয়েছে এবং এখানে এসে দেখলাম সরস্বতী পূজা উপলক্ষে এলাকায় সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়া হচ্ছে বুড়ো পীর প্রগতি সংঘের উদ্যোগে।
Social