পাপু লোহার, কাঁকসাঃ ধান বিক্রি করতে না পেরে বুদবুদের মানকর রোডে অবস্থিত গলসি ১নম্বর পঞ্চায়েত সমিতির কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন এলাকার কৃষকরা। গলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতির বিভিন্ন এলাকার কৃষকদের অভিযোগ প্রশাসন তাদের কথা দিয়েছিলো চাষিদের ধান কেনা হবে। কিন্তু বহু চাষির ধান এখনও কেনা হয়নি। সরকার যদি ধান না কেনে তবে তারা ঋণ শোধ করবে কি ভাবে। অধিকাংশ চাষি ঋণ নিয়ে চাষ করেছে। ফলে তাদের ধান দ্রুত না নেওয়া হলে আগামীদিনে সমস্যায় পড়তে হতে পারে।
চাষিদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। গলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অনুপ চ্যাটার্জি জানিয়েছেন, ১০ দিনের একটি ক্যাম্প করা হবে এবং ধান কেনা হবে চাষিদের। সমিতির সহ সভাপতির আশ্বাস পাওয়ার পরই বিক্ষোভ উঠিয়ে নেয় চাষিরা।
Social