টুডে নিউজ সার্ভিস, জলপাইগুড়িঃ বামেদের ডাকা ৪৮ ঘণ্টার বনধের প্রথম দিনে জলপাইগুড়ির চিত্রটা কিন্তু একটু আলাদা রকমের। সকাল থেকে রাস্তায় দেখা নেই বেসরকারি গাড়ি মিনিবাস, অটো, টোটো।
জলপাইগুড়ি নেতাজীপাড়া বাসস্ট্যান্ড মোড়ে বনধ সমর্থনকারীরা সরকারি বাস আটকালে পুলিশি নিরাপত্তায় চলছে সরকারি বাস। তবে সকাল থেকে রাস্তাঘাট ফাঁকা, খোলেনি দোকানপাট হাট-বাজার।