মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ ইলামবাজার ব্লকে জয়দেব কেন্দুলি ভাসাপোল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। পশ্চিম বর্ধমানের শিল্পনগরী দুর্গাপুরের সঙ্গে বীরভূমের লিংক রোড নামে পরিচিত এই ভাসাপোল। জয়দেব কেন্দুলি এই ভাসাপোলের উপর দিয়ে বীরভূম থেকে কমবেশি এক হাজার লোক প্রতিদিন নিত্যদিন বিভিন্ন কাজে শিল্পনগরী দুর্গাপুরে যান। বর্ষা কয়েকমাস তাদের প্রচন্ড অসুবিধা হয় শিল্পনগরী দুর্গাপুর যেতে। বর্তমানে ভাসাপোল ঠিকাদার আব্দুল লালন এই সমস্ত সাধারণ মানুষের কথা মাথায় রেখে অতিসত্বর দ্রুতগতিতে ভাসাপোল মেরামতের কাজ শুরু করেছেন।
অজয় নদীর উপর এই ভাসাপোল। জল কমতেই কাজ শুরু করে দেন আব্দুল লালন। তাছাড়াও এই ভাষা ফোনের ওপর দিয়ে দুর্গাপুর বাঁকুড়া আসানসোল যাওয়ার জন্য অনেক কম রাস্তা অতিক্রম করতে হয় বিভিন্ন যানবাহনকে। ইলামবাজার পানাগর হয়ে যাওয়ার প্রয়োজন হয় না সরাসরি দুর্গাপুর ঢুকতে পারে এই ভাসাপোলের মাধ্যমে। এই গুরুত্বপূর্ণ ভাসাপোলের কাজ দ্রুতগতিতে শুরু হওয়ার জন্য এলাকাবাসী খুব খুশি ।
ভাসাপোলের কাজ দেখে খুশির হাওয়া বইছে বীরভূমের বিভিন্ন এলাকায়। শুধু তাই নয় পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা থেকে সবজি ভাসাপোল এর মাধ্যমে চলে আসে জয়দেবের হাটে। অর্থাৎ এক কথায় সাধারণ মানুষের সুযোগ সুবিধা অনেক বেড়ে যায় এই ভাসাপোল চালু হলে। আশা করা যায় সপ্তাহখানেকের মধ্যেই এই ভাসাপোল চালু হয়ে যাবে।
Social