দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়া-১ ব্লকের অন্তর্গত কেঞ্জাকুড়ার দ্বারকেশ্বর নদের সঞ্জীবনী ঘাটে স্নান করতে এসে জলের স্রোতে তলিয়ে গেল কেঞ্জাকুড়া এলাকার বছর ৩৯-এর সীমা দত্ত নামে এক মহিলা। স্থানীয় সূত্রে খবর, রোজকার মতো আজও তিনি দ্বারকেশ্বরের ঐ ঘাটে স্থান করতে আসেন। ঘটনাটি স্থানীয়দের নজরে আসতে তড়িঘড়ি খবর দেওয়া হয় বাঁকুুড়া সদর থানায় এবং কমলপুর ফাঁড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বাঁকুড়া সদর থানা, কমলপুর ফাঁড়ির পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা। নিখোঁজ মহিলার তল্লাশিতে জলে নামানো হয় ডুবুরি। কয়েকঘন্টা তল্লাসি চালিয়ে ঐ মহিলার দেহ উদ্ধার করা হয় এবং দেহটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সন্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
এর আগেও এই জায়গায় অনেক দুর্ঘটনা ঘটে গেছে, বারংবার একই ঘটনার পুনরাবৃত্তিতে ধন্দে স্থানীয়রা। নদীর স্রোতও খুব বেশী নেই, খাল ও খুব বেশী না তবুও এই দুর্ঘটনা কেন? এর কারন চোরাবালিতে বেকায়দায়ই বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। জন্মাষ্টমীর সকালে এই ধরনে দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।।
Social