পাপু লোহার, কাঁকসাঃ দোল খেলাকে কেন্দ্র করে দুই পড়ার সংঘর্ষে আহত একাধিক, ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ। দুর্গাপুরের ১নং ওয়ার্ডের ধোবিঘাট এলাকায় চলছিল রঙ খেলা এবং হাড়িভাঙ্গা। পার্শ্ববর্তী এলাকার বহু মানুষের উপস্থিতি ছিল সেখানে। উপস্থিত ছিল রঘুনাথপুর এলাকার বেশ কিছু মানুষ। রঘুনাথপুরের পাড়ার যুবকদের সাথে ধোবিঘাট এলাকার যুবকদের বচসা তৈরি হয়। তারপরের শুরু হয় সংঘর্ষ। আহত হয় উভয় পক্ষেরই বেশ কয়েকজন।
ধোবিঘাট এলাকার যুবকদের অভিযোগ তাদের উপর আচমকা হামলা চালায় রঘুনাথপুরের বেশ কিছু মদ্যপ যুবক। ভাঙচুর করা হয় এলাকার বেশ কিছু বাড়ি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাউরী সমাজের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। বাউরী সমাজের পক্ষ থেকে সুমন বাউল জানান, দুই পাড়ার মধ্যে এই ঝামেলা কি হয়েছিল সঠিকভাবে তারা এখনও জানে না। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।
Social