Breaking News

দেবগ্রামে বোমার আঘাতে তৃণমূল কর্মীর মৃত্যু

 

বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ রাতের অন্ধকারে দুই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোম মারার অভিযোগ। বোমের আঘাতে রক্তাক্ত ২ তৃণমূল কর্মী। অভিযোগের তীর সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার কালিগঞ্জ থানা দেবগ্রাম এলাকার। পরিবার সূত্রে জানা যায়, দেবগ্রামের বাসিন্দা মনিরুল হক এবং তৌহিদ আলী শেখ এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। অভিযোগ দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণে ওই তৃণমূল কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে শত্রুতা লেগেই থাকত এলাকার কয়েকজন সিপিএম সমর্থিত যুবকদের সঙ্গে। অভিযোগ গতকাল যখন তারা দেবগ্রাম থেকে বাড়ি ফিরছিল তখন জম পুকুরের পাশে জঙ্গলে বসে ছিল তারা। এরপর ওই দুই তৃণমূল কর্মী আসতেই হঠাৎ তাদেরকে লক্ষ্য করে বোমা মারা হয় বলে অভিযোগ। বোমার আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় দুই তৃণমূল কর্মী। এরপর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

 স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে দেবগ্রাম গ্রামীণ হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই এক তৃণমূল কর্মীর মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান। অপরজন আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর হাসপাতাল চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালীগঞ্জ থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *