দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ পুজো আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন! বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব প্রায় দোড়গোড়ায় তা বলা যেতেই পারে। আকাশে পেঁজা তুলার মত ভেসে যাওয়া মেঘ মাঠে কাশফুলের দোলা যেন বার্তা দিচ্ছে মায়ের আগমনের সময় চলে এসেছে। জেলার বিভিন্ন দুর্গোৎসব পুজো কমিটিগুলির মতোই শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির পূজা মন্ডপে জোর কদমে চলছে মন্ডপ তৈরির কাজ। গত বছর এই সার্বজনীন পুজো জেলার সেরা পুজোর শিরোপা পেয়েছিল। স্বাভাবিকভাবেই এ বছর গতবারের রেকর্ড ভিড় ছাপিয়ে যাবে বলে জানিয়েছেন সার্বজনীন পুজো কমিটির সভাপতি মহিম রঞ্জন দাস।
এবছর বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের শুশুনিয়া সার্বজনীনের পুজো মন্ডপের থিম রাখা হয়েছে মাতৃঋণ এমনই জানিয়েছেন পূজা কমিটির উদ্যোক্তারা। শুশুনিয়া সার্বজনীনের ১৪তম বর্ষের এই থিম নজর কাড়বে জেলাবাসীর। সার্বজনীন পুজো কমিটির উদ্যোক্তারা কোনোরকম ত্রুটি রাখছেন না পূজোর সম্ভারকে সাজিয়ে তোলার জন্য। সব মিলে নতুনরূপে নতুন থিমে সুসজ্জিত হতে চলেছে শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি।
Social