টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দীর্ঘ কয়েক মাস জেলে থাকার পর অবশেষে জামিনে মুক্তি পেলেন বর্ধমান পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রণব চ্যাটার্জী। স্বাভাবিক ভাবেই উচ্ছাস তৃনমূল কংগ্রেসের কর্মীসমর্থকদের মধ্যে। এদিন ছাড়া পাওয়ার পরে তিনি সোজা চলে আসেন শহর বর্ধমানের ডলদিঘি পেট্রোল পাম্পের ঠিক সামনে একটি অফিসে সেখানে আগে থেকেই দলীয় কর্মীরা তার জন্য অপেক্ষা করছিলেন।
গত বছর বর্ধমান পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন ৯ ডিসেম্বর একটি বেসরকারি অর্থ লগ্নি সংস্থার লেনদেনের বিষয় তাকে গ্ৰেফতার করে সিবিআই।
এদিন প্রণব চ্যাটার্জী ছাড়া পাওয়ার আনন্দ উল্লাসে ফেটে পড়েন দলীয় কর্মীরা। তাঁকে ফুলের তোড়া ও মালা পরিয়ে দিয়ে সংবর্ধনা দেন কাউন্সিলর তথা বর্ধমান শহরের তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ দাস, তৃণমূলের কংগ্রেসের মহিলা সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত সহ জয় হিন্দ বাহিনীর নেতৃত্বরা। সম্বর্ধনা শেষে প্রণববাবু ছাড়া পাওয়ার আনন্দে মিষ্টি বিতরণ করেন নেতৃত্বরা।
Social