টুডে নিউজ সার্ভিস, দীঘাঃ হোটেলের ব্যালকনি থেকে পড়ে গিয়ে মৃত্যু হল যুবকের। মৃত যুবকের নাম আব্দুল আলিম (২২)। বাড়ি নিউ ব্যারাকপুর থানার বদাইয়ে। পেশায় কারখানা শ্রমিক আলিম, শুক্রবার বন্ধুদের সঙ্গে দীঘায় আসেন। তাদের ১৩ জনের ওই দলে বেশ কয়েকজন পড়ুয়াও রয়েছে। তারা নিউ দীঘার একটি হোটেলে উঠেছিল।
মৃতের বন্ধু আশিক, বাবুসোনা, মহিম, সোয়েব বলে, আমরা রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কখন কি ঘটেছে ঠিক জানি না। ভোর সাড়ে চারটা নাগাদ সূর্যোদয় দেখতে যাওয়ার জন্য উঠি। আলিমকে ডাকতে গিয়ে দেখি ও ঘরে নেই। তারপর খোঁজাখুঁজি শুরু করি, দেখি নীচে পড়ে থাকতে।’ ঘটনার তদন্তে নেমেছে দীঘা থানার পুলিশ।