দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ সারা বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় এবং করোনা মহামারীর আতঙ্ক কাটিয়ে নতুন বছরের শুরুতেই মানুষের মধ্যে এসেছে নতুন করে কিছু পাওয়ার নেশা আর সেই নেশার টানেই মানুষ বেরিয়ে পড়েছে বাড়ি ছেড়ে, কেউ যাচ্ছে ঘুরতে আবার কেউ বা যাচ্ছে বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনদের নিয়ে পিকনিক করতে। আর এই বছরের প্রথম দিনে সেই আনন্দ যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে পিকনিক স্পট গুলিতে তার জন্যই আছে যথেষ্ট হারে পুলিশি নজরদারি। আর এ রকমই এক নজরদারির চিত্র ফুটে উঠল বাঁকুড়া জেলার ইন্দাসের দারকেশ্বর নদের চরের পিকনিক স্পটে।
ইন্দাস থানার পুলিশ কড়া নজরদারি চালাচ্ছেন সমস্ত পিকনিক স্পট জুড়ে। ঘুরতে আসা কিংবা পিকনিক করতে আসা মানুষের মধ্যে যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এবং নতুন বছরে আনন্দ উপভোগ করতে পারে তা সুনিশ্চিত করা।