টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে দামোদরে তলিয়ে গেল দ্বাদশ শ্রেণীর ছাত্র। ছাত্রের নাম সৌরশুত্র সাঁই (১৭), বাড়ি বর্ধমানের কালনাগেটের জামতলা এলাকায়। জানা গেছে, শুক্রবার কয়েকজন বন্ধু মিলে দামোদরের চরমানায় ঘূরতে গিয়েছিল সৌরশুভ্র। সেখানে খেলতে খেলতে নদীতে তলিয়ে যায়। অন্যান্য বন্ধুরা চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে পারেনি। ঘটনার পরেই খবর দেওয়া হয় ওই ছাত্রের পরিবার ও খণ্ডঘোষ থানায়। রাত অবদি খোঁজ চালিয়েও ওই ছাত্রের খোঁজ পাওয়া যায় না এমনকি বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা এসেও খোঁজ চালায়।
অবশেষে শনিবার দামোদরের জলে তলিয়ে যাওয়া ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়। দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।