Breaking News

দামোদরের চরে অবৈধ ভাবে পোস্ত চাষ, নষ্ট করল আবগারি দপ্তর

 

দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ ফের দামোদরের মানাচরে বেআইনি পোস্ত চাষের সন্ধান পেল বাঁকুড়া জেলা আবগারি দপ্তর। গত জানুয়ারি মাস থেকে কয়েক দফায় কয়েকশো একর বেআইনি পোস্ত গাছ ট্রাক্টর দিয়ে মাড়িয়ে বড়োসড়ো সাফল্য পাওয়ার পর বুধবার জেলা আবগারি দপ্তর বড়জোড়া থানার পিংরুই মৌজার দামোদর মানাচরে বেআইনী পোস্ত গাছ ভেঙে নষ্ট করে দিল। ড্রোনের সাহায্যে এখানে অবৈধ পোস্ত চাষ হচ্ছে বলে সন্ধান পায় আবগারি দপ্তর। তারপরই বড়জোড়া থানার আইসির নেতৃত্বে এদিন দামোদরের দুর্গাপুর ব্যারেজ থেকে স্পীড বোট নিয়ে মানাচরে পৌঁছান আবগারি দপ্তরের কর্তারা। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। 

আবগারি দপ্তরের ডেপুটি এক্সাইজ কালেক্টর বিশ্বজিৎ বাবু বলেন, এদিন আনুমানিক ৬০ বিঘা খাস জমিতে প্রায় ৯ লাখ পোস্ত গাছ নষ্ট করা হয়েছে ট্রাক্টর ও শ্রমিক দিয়ে। তিনি আরও জানান, এই অভিযান চলবে।

About Burdwan Today

Check Also

ভাষাহীনদের মাঝে ভাষা খোঁজার চেষ্টা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শুক্রবার ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষ্যে ভাষাহীনদের ভাষা খোঁজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *