গৌরনাথ চক্রবর্তী, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট শহর হলো প্রাচীন। মঙ্গলবার থেকে শুরু হলো দাঁইহাটের ঐতিহ্যবাহী রাস উৎসব। বৈষ্ণব ও শাক্ত ধর্মের মিলনক্ষেত্র দাঁইহাট। এবছরও দাঁইহাটের রাস উৎসবে থিমের ছোঁয়া।
রাস উৎসব উপলক্ষে দাঁইহাট ভাউসিং বিবেকানন্দ ক্লাবের রাইরাজ মন্ডপের থিম বুর্জ খলিফা।
দাঁইহাট নটরাজ সংঘের পুজো ৩৭ বছরে পড়লো। নটরাজ সংঘের পুজো মন্ডপের থিম হলো পুতুলের দেশ। তাদের এবছরের বাজেট প্রায় আড়াই লক্ষ টাকা। নটরাজ সংঘের পুজো মন্ডপে রয়েছে হাতি, ঘোড়া, পুতুল।
পাশাপাশি দাঁইহাট সাহাপাড়া নাগরিক মঞ্চের পক্ষ থেকে শিব-দূর্গা পুজো অনুষ্ঠিত হলো। সাহাপাড়া নাগরিক মঞ্চের পক্ষ থেকে শিব-দূর্গা পুজো এবার ৫৩ বছরে পড়লো। তাদের পুজোর বাজেট ৩ লক্ষ টাকা। সাহাপাড়া নাগরিক মঞ্চের পুজো মন্ডপের থিম হলো আদি-যোগী। মন্ডপের ভিতরে মহাদেবকে তুলে ধরা হয়েছে। রাস উৎসবকে ঘিরে মন্ডপগুলিতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এমনকি এই দাঁইহাট সেজে উঠেছে রঙিন আলোয়।
পাশাপাশি রাস উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য রয়েছে কড়া পুলিশি নজরদারি।
Social