টুডে নিউজ সার্ভিস, কালনাঃ কালনা শহরের ঐতিহ্যবাহী সরস্বতী পুজো শুরু শনিবার থেকে। করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই পুজোয় মেতেছেন এলাকার ছোট বড় সমস্ত ক্লাবগুলি। বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম কালনার জাপট এলাকার যুগের দ্বীপ ক্লাবের পুজোয়, থিমের মাধ্যমে তাঁরা ফুটিয়ে তুলেছেন নবদ্বীপের মায়াপুরের ইসকন মন্দিরকে। যদিও শুক্রবার থেকে দিনভর বৃষ্টিতে সমস্যায় পড়েছেন তাঁরা। পুজো উদ্বোধনের কথা শুক্রবার সন্ধ্যায় থাকলেও পুজো উদ্বোধন করতে পারেননি পুজো উদ্যোক্তারা।
পাশাপাশি আর এক বিগ বাজেটের পুজো কালনার তালবোনা এলাকায় সপ্তর্ষী সংঘের পুজোয় তারা ফুটিয়ে তুলেছেন বুর্জ খালিফা। তাদেরও উদ্বোধন পুজোর আগের দিন হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তাঁরাও উদ্বোধন করতে পারেননি।
কালনার শ্বাসপুর এলাকার শীতলা সংঘের পুজোয় তাঁরা থিমের মাধ্যমে ফুট ফুটিয়ে তুলেছেন “মুক্ত করো আমায়” কালো বিষাক্ত ধোঁয়া এবং প্লাস্টিক থেকে পৃথিবীকে মুক্ত করার বার্তা নিয়ে তাদের এই থিমের ভাবনা।
পাশাপাশি আরেক বিগ বাজেটের পুজো অগ্নিবীণা ক্লাবের তারা কাল্পনিক মন্দিরের আদলে একটি মণ্ডপকে তৈরি করেছেন। বৃষ্টির কারণে প্রায় প্রতিটি পুজো প্যান্ডেলের সামনে মাঠেই দাঁড়িয়েছে জল। যার ফলে সমস্যার মধ্যে পড়েছেন উদ্যোক্তারা। সবমিলিয়ে কালনার মেগা ইভেন্ট সরস্বতী কালনার জমজমাট এ বছর। তবে এ বছর কোনো রকমই শোভাযাত্রা হবে না।