টুডে নিউজ সার্ভিস, পূর্ব মেদিনীপুরঃ বৃহস্পতিবার বিকেল অগ্নিকাণ্ডের ঘটনার সাক্ষী থাকলো পাঁশকুড়া থানা। পাঁশকুড়া থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া বাজি ও বাজি তৈরির মসলা বারুদ জমা রাখা হয়েছিল পাঁশকুড়া থানার সামনেই। সেই মজুদ হয়ে থাকা বাজি ও বারুদে এদিন হঠাৎই আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। তারপর কর্তব্যরত পুলিশ কর্মী ও আশেপাশের লোকজন জল ঢেলে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনে।
তার কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসে তমলুক থেকে একটি দমকলের ইঞ্জিন। চলে আগুন নিয়ন্ত্রণের কাজ। সূত্রে জানা যায় এই ঘটনায় গুরুতর আহত হয় এক সিভিক ভলেন্টিয়ার। তাঁকে নিয়ে যাওয়া হয় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। কিন্তু, হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই সিভিক কর্মীকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম গোপাল মান্না বাড়ি পাঁশকুড়া থানা এলাকার হাউরে।
Social