টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বিজয়া সম্মেলনের মধ্য দিয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধির কৌশল জেলা জুড়ে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সেই আঙ্গিকে পূর্ব বর্ধমানের বর্ধমান-১ ব্লকের দেওয়ানদিঘী ফুটবল ময়দানে অনুষ্ঠিত হলো বর্ধমান-১ ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন।
বিজয়া সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারপার্সন জয়া দত্ত, বিধায়ক এবং বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারপার্সন তথা বর্ধমান-১ ব্লক তৃণমূল কংগ্রেস সভানেত্রী কাকলি তা, বর্ধমান জেলা পরিষদের সহ-সভাপতি দেবু টুডু, বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল পারামানিক, বিধায়ক নিশীথ মালিক, পূর্ব বর্ধমান জেলা মহিলা সভানেত্রী শিখা সেনগুপ্ত, জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার সহ বিশিষ্ট জনেরা। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই এই বিজয় সম্মেলন বলে রাজনৈতিক মহল মনে করছে
Social