টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান শহরের ২৭নং ওয়ার্ডে তুহিনা খাতুন (১৮)-এর মৃত্যুর রহস্যের নমুনা সংগ্ৰহ করলো ফরেনসিক দল। রবিবার ফরেনসিক দলের দুই প্রতিনিধির একটি বিশেষজ্ঞ দল আসে বাবুরবাগ এলাকার তুহিনা খাতুনের বাড়ি।সেখানে প্রথমে বাড়ির লোকজনদের সাথে কথা বলেন। এরপর তুহিনা খাতুনের ঘরে ঢোকেন, সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্ৰহ করেন। তবে এবিষয়ে মুখ খুলতে চাননি তারা।
গত ২ ফেব্রুয়ারি পৌর ভোটের ফলাফল প্রকাশের ফর তৃণমূলের কাউন্সিলার সেখ বসির আহমেদের লোকজন অপর গোষ্ঠির কর্মী তুহিনা খাতুনের উপর আক্রমন করে বলে অভিযোগ বাড়ির লোকদের। এরপর নিজের ঘরে ঢুকে আত্মহত্যা করে তুহিনা। এই ঘটনার তদন্তে এদিন তুহিনার বাড়ি আসে ফরেনসিক দল। সেখান থেকে তারা কিছু নমুনা সংগ্ৰহ করেন।
Social