পাপু লোহার, কাঁকসাঃ কাঁকসা মাধম মাঠের লোহার পাড়ার বাসিন্দাদের দীর্ঘ এক বছর ধরে চলছে তীব্র পানীয় জলের সংকট। বারবার পঞ্চায়েত প্রধান, ব্লক আধিকারিক ও পঞ্চায়েত সদস্যকে বললেও হয়নি তার সমাধান। মাধম মাঠের লোহার পাড়ার প্রায় ৪০ থেকে ৫০ টি পরিবার বসবাস করে এই চত্বরে নেই কোনো নলকূপ সরকারি টাইম কল। আগে যদিও একটি টাইম কল ছিল আজ সেটি নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে। বাসিন্দাদের একমাত্র ভরসা পাড়ার উচ্চবিত্ত পরিবার যাদের বাড়িতে সাবমারসিবল আছে তাদের বাড়ি জল, কিন্তু এখানেও সেই সমস্ত পরিবারগুলি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে জল দিতে নারাজ তারাও চায় এলাকায় প্রচুর পানীয় নলকূপ অথবা সরকারি টাইম কল।
ভোটের আগে রাজ্য সরকারের জল প্রকল্পে বাড়ি বাড়ি টাইম কলের পাইপ লাইন বসলেও আজ অব্দি পড়েনি জল, শুধুমাত্র বসেছে কল। এমত অবস্থায় দীর্ঘ এক বছর যাবত এলাকার বাসিন্দারা এবাড়ি ওবাড়ি করে জল নিয়ে কোনমতেই নিজেদের জীবন ধারণ করেছে। এলাকার বাসিন্দারা জানান, বারবার পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানকে বললে তারা শুধু একটাই কথা বলে যান হবে কিন্তু কবে যে বসবে পানীয় জলের কল সেই দিকে তাকিয়ে বসে আছে এলাকার বাসিন্দারা।
পঞ্চায়েত সদস্য জানান, আমি পঞ্চায়েত প্রধানকে বলেছি তিনি বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করা হবে। কিন্তু আমার কথাও পঞ্চায়েত প্রধান শোনেননি দীর্ঘ এক বছর যাবত ধরে আমার এলাকার মানুষ জলকষ্টে ভুগছে। বেশ কয়েকদিন আগে আমি আবারও পঞ্চায়েত প্রধানকে বলেছি তিনি আবারও আশ্বাস দিয়েছেন আমি দেখছি, তবে আমি জানিনা আদেও মাধম মাঠের লোহার পাড়ায় পানীয় জলের সমস্যা মিটবে কিনা।
কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং জানিয়েছেন, আমার কাছে জলের সমস্যা নিয়ে অভিযোগ এসেছে আমি বিষয়টি খতিয়ে দেখে তার সমাধান করব।
Social