দেবনাথ মোদক, বাঁকুড়াঃ হাতি ঢুকেছে হীড়বাঁধ রেঞ্জের তিলাবনীর জঙ্গলে। বন দফতর সূত্রে খবর, বুধবার রাতে বাঁকুড়ার খাতড়া হয়ে হীড়বাঁধের তিলাবনী জঙ্গলে ঢুকেছে হাতি। স্থানীয়রা জানায় দুটি হাতি রয়েছে ওই জঙ্গলে। বৃহস্পতিবার সকাল থেকে জঙ্গল লাগোয়া আশেপাশের গ্রামের মানুষ ভিড় জমিয়েছেন হাতি দেখতে এবং আতঙ্কেও রয়েছে স্থানীয়রা। তারা জানায়, এই এলাকায় সচরাচর হাতি দেখা যায় না।
বিশিষ্ট সমাজসেবী তথা হিড়বাঁধ গ্রাম পঞ্চায়েতের সদস্য চন্দন মহন্ত জানান, ওই জঙ্গলে কটি হাতি রয়েছে বোঝা যাচ্ছে না। প্রচন্ড ঝোপঝাড় তারফলে দেখা যাচ্ছে না। বন বিভাগের কর্মীরা কড়া নজর রেখেছেন। জঙ্গলের ভিতরে না যাওয়ার জন্য এলাকার মানুষকে সচেতন করা হয়েছে ।
বন দফতর সূত্রে জানা যায়, তিলাবনীর জঙ্গলে একটি হাতি রয়েছে। জঙ্গলের পাশে বনকর্মীরা কড়া নজর রেখেছেন। জঙ্গলের পাশাপাশি গ্রামে মাইকিং করে প্রচার করা হয়েছে। বাসিন্দাদের মধ্যে কেও যেন হাতিকে উতক্ত না করে।