বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ নদীয়ার রাস উৎসবের মধ্যে আসছেন মুখ্যমন্ত্রী। তিন দিনের নদীয়া সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। কৃষ্ণনগর ও রানাঘাটে দুটি কর্মীসভা করবেন মুখ্যমন্ত্রী।
আগামী ৮ নভেম্বর কৃষ্ণনগরে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঐদিন তিনি কৃষ্ণনগর রাত্রি বাস করবেন। পরের দিন ৯ নভেম্বর তিনি কর্মী সভা করবেন কৃষ্ণনগর কলেজ মাঠে এবং ১০ নভেম্বর রানাঘাট হবিবপুর ছাতিমতলা মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সেই সভাকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি লক্ষ্য করা যায়। আগামী ৮ তারিখ থেকে শুরু হচ্ছে নবদ্বীপ ও শান্তিপুরের রাস উৎসব। ১০ তারিখের শান্তিপুরে ভাঙা রাস তার মধ্যে মুখ্যমন্ত্রী সফর নদীয়াতে। যদিও এই রাস উৎসব তিনি দর্শন করবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।