বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ রাতের অন্ধকারে দোকানের শাটার ভেঙে ২ লক্ষ টাকা চুরি করে পালালো দুষ্কৃতীরা। নদীয়ার শান্তিপুর থানার পঞ্চানন তলা এলাকার ঘটনা। জানা যায় প্রতিদিনের মত রাত দশটা নাগাদ দোকানে তালা মেরে বাড়িতে চলে যায় দোকানের মালিক। সকালে স্থানীয় মানুষজনের নজরে আসে দোকানের সামনে শাটার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এর পরে এলাকাবাসী ওই দোকানের মালিককে খবর দেয়। মালিক এসে দোকান খুলে দেখে নগদ দুই লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এসে গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে। এর পাশাপাশি এই ঘটনার পিছনে কারা জড়িত তাদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এলাকাবাসীর দাবি যত দিন যাচ্ছে চোরের উৎপাত ততই বেড়ে চলেছে। কারণ কিছুদিন আগেই ওই এলাকায় আরও একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। তাই এলাকাবাসী দাবি যেহেতু ঢিলছোড়া দূরত্বে থানা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এমন ঘটনা যথেষ্ট আতঙ্কে ফেলেছে তাদের।
Social