টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ২০২২ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলো শুক্রবার। মাধ্যমিকে এবারও জেলায় জয়জয়কার। এবার মাধ্যমিকে প্রথম হয়েছেন দুজন, বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অর্ণব ঘড়াই ও বর্ধমানের সিএমএস স্কুলের রৌনক মণ্ডল। তাদের প্রাপ্ত নম্বর ৬৯৩। সকাল ন’টায় টিভিতে প্রথম জানতে পারে রৌনক। রৌনকের জয়ের খবর পেয়ে রৌনকের বাড়ি পৌঁছায় বর্ধমান তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মণ্ডল ও সেখ আলম। পাশাপাশি রৌনকের বাড়ি পৌঁছায় স্থানীয় লোকজন। রৌনক ২৪ ঘন্টার মধ্যে প্রায় ৮ ঘন্টা পরশোনা করতো বলে জানায়। তার গৃহশিক্ষকের সংখ্যা ছিলো ৭ জন। পড়াশুনার পাশাপাশি গান গাইতে পছন্দ করে রৌনক। মানুষকে সেবা করার পাশাপাশি একজন অসুস্থ মানুষকে সুস্থ করায় আগামী দিনে ডাক্তার হতে চায় রৌনক। তার এই সাফল্যের পিছনে তার মা-বাবার পাশাপাশি তার স্কুল শিক্ষক ও গৃহ শিক্ষকদের অবদান আছে বলে জানায় রৌনক। রৌনকের বাড়ি পূর্ব বর্ধমানের ভাতছালার গোলাহাটে। বাবা কুন্তল মণ্ডল পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মা গৃহকর্ত্রী।
পাশাপাশি রাজ্যে সেরা দশের মধ্যে বর্ধমান শহরে প্রথম রৌনক মণ্ডল (সিএমএস হাই স্কুল) ছাড়াও পঞ্চম সামিনা ইয়াসমিন (বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল), ষষ্ঠ শ্রীজিতা গোস্বামী (মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল), নবম অঙ্কুর ঘোষ (মিউনিসিপাল হাই স্কুল), নবম শৌণক দে (টাউন স্কুল), দশম শৌণক ব্যানার্জী (সিএমএস হাই স্কুল)।