টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পথ দুর্ঘটনা রুখতে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিলো পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ। মাইক প্রচার, হ্যান্ড বিলের পর এবার দেওয়ালে চিত্র অঙ্কনের মাধ্যমে ট্রাফিক আইন সচেতনতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহন করলো বীরহাটা সাব ট্রাফিক গার্ড। তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথ চলতি সাধারন মানুষ।
এতদিন পথ দুর্ঘটনা রুখতে নানা ধরনের পরিকল্পনা গ্রহন করা হয়েছিল জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। মাইক প্রচার, সেফ ড্রাইভ, সেভ লাইফ সপ্তাহ পালন করা হয়েছে ট্রাফিক পুলিশের পক্ষ। এমনকি হেলমেট হীন বাইক চালকদের দেওয়া হয়েছিল হেলমেট। মটর বাইক জোড়ে চালানো এবং ট্রাফিক আইন অমান্য করার অপরাধে জরিমানাও করা হচ্ছে নিয়মিত। এতো কিছুর পরেও পথ দুর্ঘটনার লাগাম টানতে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশ। ফের মানুষের কাছে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতার বার্তা আরও আকর্ষণীয় করতে নানা দেওয়ালে নানা ধরনের কার্টুন চিত্র অঙ্কনের মাধ্যমে গাড়ি চালকদের সচেতনতা করার উদ্যোগ নিলো ট্রাফিক। পূর্ব বর্ধমানের পার বীরহাটা ট্রাফিক অফিসের সামনের দেয়ালে নানা ধরনের চিত্র অঙ্কনের পাশাপাশি লেখা হচ্ছে কাগজ পত্র ঠিক রাখুন ফাইন থেকে দূরে থাকুন, খোকা বাবু যায় হেলমেট কোথায়- এখন দেখার বিষয় এতো কিছুর পরেও মানুষ কতটা সচেন হন।
Social