রাহুল রায়, কাটোয়াঃ গত বৃহস্পতিবার কালনার করুনাময়ীতে টেট উত্তীর্ণদের চাকরির দাবিতে এবং পুলিশ অত্যাচারের বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া-২ ব্লকের ৪৪ মন্ডলের বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় শুক্রবার কুয়ারা মোড়ে। এদিনের অবরোধের জেরে সৃষ্টি হয় যানজটের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এই পথ অবরোধের মাধ্যমে কলকাতার করুনাময়ীর ঘটনার তীব্র প্রতিবাদ জানায় কর্মীরা।
এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা বিজেপির সম্পাদক বিপুল গয়লা, জেলা বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক সূর্যদেব ঘোষ, ৪৪ মন্ডলের বিজেপির সভাপতি আশিষ চক্রবর্তী, ৪৪ মন্ডলের যুব মোর্চার সভাপতি কালাচাঁদ ঘোষ সহ কর্মীরা।