Breaking News

টুইন টাওয়ার এবার বর্ধমানে

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ কল্যাণীর দুর্গাপুজোয় অন্যতম আকর্ষণ ছিল আইটিআই মোড় দুর্গোৎসব কমিটির ‘টুইন টাওয়ার।’ ‘টুইন টাওয়ার’-এর আদলে নির্মিত হয় তাদের মণ্ডপ। এবার কল্যাণীর পর বর্ধমান শহরের পাড়াপুকুরের রাসবিহারি এ্যথলেটিক ইউনাইটেড ক্লাবের কালী পূজায় সেই ‘টুইন টাওয়ার’-এর আদলে থিম তুলে ধরা হলো। যার লাইট ও সাউন্ড ছিল দেখার মতো। গত বছর তাঁরা ‘বুর্জ খালিফা’ করে শহরবাসীর নজর টেনেছিল। বেশ কয়েক বছর ধরেই তারা এইভাবে শহরবাসীকে নতুন নতুন চমক দিয়ে আসছে এ বছরও তার অন্যথা হলো না।

 এবছরের তাদের বাজেট প্রায় ৮ লক্ষ টাকা। পাশাপাশি বর্ধমানের বুকে টুইন টাওয়ার দেখতে এই মণ্ডপে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।

About Burdwan Today

Check Also

সমবায় নির্বাচনে তৃণমূলের জয়জয়কার

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ  মন্তেশ্বর ব্লকের বামুনপাড়া পঞ্চায়েতের কসা-বলরামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *