দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের ভড়া গ্ৰামের ঐতিহাসিক জল্লেশ্বর বাবার রাত গাজনের শুভ সূচনা। তাই সকাল থেকেই সাজ সাজ রব। টিন বাজিয়ে এদিন গাজনের শুভ সূচনা হয়।
এই গ্ৰামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক পরেশনাথ সামন্ত বলেন, স্থানীয় একটি পুকুর থেকে শিবলিঙ্গটি খনন করে পাওয়া যায়। শিবলিঙ্গ প্রতিষ্ঠার দিনে প্রচুর বৃষ্টিপাত হয় বলে বাবার নাম জল্লেশ্বর হয়। এই গাজনে বিভিন্ন এলাকার মানুষও মেতে ওঠে। বিভিন্ন বর্ণের ও ধর্মের মানুষ সামাজিক ভেদাভেদ ও কৌলিন্য ভুলে মেতে ওঠেন জল্লেশ্বর বাবার গাজন উৎসবে। এবারের গাজনে শতাধিক ভক্ত হয়েছে বলে জানান গাজন কমিটির কর্মকর্তা সহদেব বাগদী।
Social