টুডে নিউজ সার্ভিসঃ রবিবার স্বাস্থ্য পরীক্ষার পর জোকা হাসপাতাল থেকে বেরনোর পর পার্থ চট্টোপাধ্যায়কে ফের প্রশ্ন করা হয় – ‘উদ্ধার হওয়া টাকা কার?’ এরপরই মেজাজ হারান প্রাক্তন মন্ত্রী। তিনি বলেন, ‘আমার না, আমার না…।’
এরপরই বিরোধীদের দাবি, ‘পার্থবাবু ঠিকই বলেছেন, এই টাকা তাঁর একার নয়। এই টাকা তৃণমূলের দলের জন্য তোলা হয়েছে। এর সঙ্গে জড়িত আছেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’ তারা আরও দাবি করেন, ‘পার্থবাবু এই টাকা আমার নয় বলে আসলে মমতার দিকে ইশারা করতে চেয়েছেন।’
Social