দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ মোবাইলের টাওয়ার বসানোর নাম করে প্রতারণা চক্রের পর্দা ফাঁস করলো বাঁকুড়া জেলা পুলিশ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ ঐ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করার পাশাপাশি একটি কল সেন্টারের হদিশ পাওয়া গেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারী এক সাংবাদিক বৈঠক করে জানিয়ে বলেন, গত ৭ জুলাই জয়পুর থানায় জনৈক রাহুল বটব্যাল অভিযোগ করেন তার বাড়িতে মোবাইল টাওয়ার বসানোর নাম করে তার কাছ থেকে দফায় দফায় সাড়ে ১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর জেলা পুলিশের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্তকারীদল তৈরী হয়। ঐ তদন্তকারী দলটি তদন্তে নেমে এরপর ধৃতদের জেরা করে বুধবার আরও তিন জনকে গ্রেফতার করে পুলিশ। বিধাননগর কমিশনারেটের সাহায্য নিয়ে এয়ারপোর্ট থানার বিরাটি এলাকার একটি কল সেন্টার থেকে আরও তিন জনকে গ্রেফতার করা হয়।
একই সঙ্গে ঐ জায়গা থেকে ১৪ টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। ঐ মোবাইল গুলি থেকেই অভিযুক্তরা বিভিন্ন লোককে ফোন করতো। এছাড়াও অনেক নথিপত্র উদ্ধার করা গেছে বলে তিনি জানান। অভিযুক্তরা কোচবিহার, বালুরঘাট, হাওড়া ও বাঁকুড়ার দু’জন রয়েছেন বলে তিনি জানান।
Social