দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিভিন্ন এলাকায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু, বাধ সেধেছে ভিলেন ঝড়-বৃষ্টি। বর্ষাকালীন আমন ধান অকাল নিম্নচাপের ফলে প্রবল বৃষ্টির জেরে মাঠের ধান মাঠেই নষ্ট হয়ে যায়। যে টুকু ধান মাঠে ছিল কৃষকেরা সঠিক সময়ের মধ্যে ঘরের লক্ষ্মীকে বাড়িতে এনে তাকে ঝাড়াই করে বস্তাবন্দি করতে হিমসিম খেতে হয়েছিল।
পূর্বের সেই আতঙ্ক থেকেই ইন্দাস ব্লকের আকুই, শাশপুর, দীঘলগ্রাম, মঙ্গলপুর, বড় গোবিন্দপুর, সিমুলিয়া, ঠাকুররাণি, পুষ্করীনি সহ অন্যান্য এলাকার ধান চাষীরা সকাল থেকেই মাঠে হন্যে হয়ে পড়ে আছে ঘরের লক্ষ্মীকে বাড়ি আনতে। অপরদিকে কালবৈশাখীর দাপটে পাকা ধান ঘরে তুলতে হিমসিম খাচ্ছেন চাষীরা।
Social