রমা চ্যাটার্জী, দক্ষিণ দিনাজপুরঃ হজ যাত্রীদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করলো জেলা প্রশাসন।সোমবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লক অফিসের সভাকক্ষে এদিনের এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক আব্দুল কালাম আজাদ, রাজ্য হজ কমিটির সদস্য চন্দন ঘোষ, প্রশিক্ষক মৌলানা আসরারুল হক, সহযোগী প্রশিক্ষক খলিল মল্লিক, গঙ্গারামপুর ব্লকের বিডিও দাওয়া শেরপা, পঞ্চায়েত সমিতির সভাপতি রুমা রায় সহ প্রমুখ। জানা যায়, এবারে জেলা থেকে ১১৮জন হজ যাত্রী যাচ্ছেন হজ করতে।
প্রসঙ্গত করোনা আবহে গত দু-বছর ধরে বন্ধ ছিল হজযাত্রা।তবে এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই দক্ষিণ দিনাজপুর জেলা থেকে ১১৮জন হজ যাত্রী যাচ্ছেন হজ করতে। তার আগে সোমবার গঙ্গারামপুর ব্লক অফিসের সভাকক্ষে হজ যাত্রীদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো। এদিনের এই শিবির থেকে হজে যেতে কি কি নিয়ম মানতে হবে, কি করে হজে যাওয়া যাবে সেইসমস্ত বিষয় গুলি তুলে ধরেন প্রশিক্ষকরা।
Social