জেলার সিভিক ভলেন্টিয়ারদের জন্য বীমা করে দিয়ে নজির গড়ল বড়শুল কিশোর সংঘ

Burdwan Today
2 Min Read

 

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সিভিক ভলেন্টিয়ারদের দুর্ঘটনা জনিত বীমা করে দিয়ে এক অনন্য নজির সৃষ্টি করল বড়শুল কিশোর সংঘ। বিভিন্ন সময় পূর্ব বর্ধমানের বর্ধমান দু’নম্বর ব্লকের বড়শুল কিশোর সংঘ বিভিন্ন রকম সামাজিকতার কর্মকাণ্ড করে এক নজির সৃষ্টি করে আসছে এদিনও তার অন্যথা হলো না। এদিন তারা শক্তিগড় থানার ৫৪ জন সিভিক ভলেন্টিয়ারদের দুর্ঘটনা জনিত বীমা করে দেন এবং তা ৫ বছর এই কিশোর সংঘ চালাবেন। এই দিন এই সিভিক ভলেন্টিয়ারদের হাতে সেই দুর্ঘটনা জনিত বীমার কাগজ তুলে দেওয়া হয় কিশোর মঞ্চ থেকে। সংঘের সাধারণ সম্পাদক পার্থ ঘোষ জানান, আমরা আজ সিভিক ভলেন্টিয়ারদের যেমন দুর্ঘটনা জনিত বীমার কাগজ তুলে দিলাম এরই পাশাপাশি আগামীতে জেলার বিভিন্ন থানা সহ বড়শুল-বর্ধমান রুটে যে কুড়িটি বাস চলে সেই বাসের ড্রাইভার ও কন্টাকটারসহ মোট তিনজন করে এই বীমা করে দেব। 

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমানের পুলিশ সুপার কামনাশীষ সেন, ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষাল, বর্ধমান মহিলা থানার আইসি বনানী রায়, শক্তিগড় থানার ওসি দীপক সরকার, সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, জামালপুরের বিধায়ক অলোক মাঝি, বড়শুল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুস্মীতা সরেন, উপপ্রধান রমেশ চন্দ্র সরকার, যুব সভাপতি সৌভিক পান সহ আরও বিশিষ্ট জনেরা।

পাশাপাশি তারা এদিন পুজোর প্রাক্কালে পুজোর উপহার হিসেবে প্রায় ৫০০ জন মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেন। তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকলে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *