দেবনাথ মোদক, বাঁকুড়াঃ জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতার জামিন মঞ্জুর হলো খাতড়া মহকুমা আদালত। মঙ্গলবার বিজয় মান্না-র জামিন মঞ্জুর হয় বলে জানান অভিযুক্তের আইনজীবী বিশ্বজিৎ চ্যাটার্জী।
উল্লেখ্য, তালডাংরা থানার বারোমেস্যা গ্রামে প্রাক্তন সরকারী কর্মচারী বিশ্বনাথ মান্না-কে জীবিত অবস্থায় মৃত দেখিয়ে রাজনৈতিক ক্ষমতাবলে নিজের নামে করিয়ে নেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা বিজয় মান্না-র উপর এবং সেই অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেতা বিজয় মান্না-কে তালডাংরা বাজার থেকে গ্রেফতার করে তালডাংরা থানার পুলিশ।
প্রথমত তদন্তের স্বার্থে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয় কয়েকদিন এবং পরে ঐ তৃণমূল নেতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় খাতড়া মহকুমা আদালত। অবশেষে নির্দিষ্ট দিনের পর মঙ্গলবার অভিযুক্ত তৃণমূল নেতার জামিন মঞ্জুর করল খাতড়া মহকুমা আদালত।