মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ ৭৫তম বর্ষপূর্তি স্বাধীনতা দিবস উদযাপনে গ্রীন স্টার কালচারাল সোসাইটির বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো জয়দেব কেন্দুলির বাউল মঞ্চে। প্রথমত জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর বাউল মঞ্চে বিখ্যাত বাউল শিল্পী বাঁকা শ্যাম দাস বাউল সংগীতের মধ্য দিয়ে সভা উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতেই কচিকাঁচাদের আবৃত্তি, ছবি আঁকা সহ বিভিন্ন অনুষ্ঠান চলে। বিকালের দিকে শুরু হয় নৃত্যানুষ্ঠান।
গ্রীন স্টার কালচারাল সোসাইটির ডান্স গ্রুপের ছেলে মেয়েরা বিভিন্ন রকম গানের উপর নৃত্য করে মানুষকে আনন্দ দেন। পাশাপাশি এদিন যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানটি ছিল চোখে পড়ার মতো। প্রতিটি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার রাখা হয়েছিল সোসাইটির পক্ষ থেকে।
সোসাইটি কর্ণধার রাজীব বণিক জানান, সকলকে উৎসাহ দেওয়ার জন্য স্বাধীনতা দিবস উদযাপনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। এই গ্রীন স্টার্স কালচারাল সোসাইটি ছেলেমেয়েরা শুধু এখানেই নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তারা নৃত্য পরিবেশন করতে যান।
Social