দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়া হাসপাতালের চিকিৎসকেরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রাজোনার হার্টে দুটো ফুটো আছে, ছোট্ট এই শিশুকে দ্রুত সুস্থ করে তুলতে গেলে যত তাড়াতাড়ি সম্ভব হার্টের অপারেশন করতে হবে।
ডাক্তার বাবুর কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে রাজোনার বাবা পিন্টু কেওড়া এবং মা টুসি কেওড়ার। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুণ্ডা অঞ্চলের চাঁদপুর গ্রামের এক চিলতে ফুটোফাটা ঘর, যে ঘরের মধ্যে কোনো রকমে দিনযাপন। এই অবস্থায় হার্ট অপারেশন করানোর বিপুল অঙ্কের টাকা কোথায় পাবে! যে সংসারে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, যে সংসারে প্রতিদিন দু’মুঠো খাদ্য সংস্থানের জন্য লড়াই সেই সংসার থেকে লাখ টাকা বের করে চিকিৎসা করানো একেবারে অসম্ভব ব্যাপার কিন্তু তাই বলে তো আর চুপ করে বসে থাকা যায় না।
অবশেষে নিঃস্ব পিন্টু কেওড়া ও টুসি কেওড়ার সামনে সাহায্যের নিয়ে উপস্থিত হন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদ। শেখ হামিদ তার সাধ্যমত সাহায্য দম্পতির হাতে তুলে দেন এবং আগামী দিনে পাশে থাকবেন এ কথা জানান, সাথে সাথে রাজোনার হার্টের অপারেশন যাতে দ্রুত করা সম্ভব হয় সেই ব্যাপারে উদ্যোগী হবেন বলে জানান হামিদবাবু।
Social