টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বাড়ির ছাদে আস্ত একটা বাগান! যে বাগানে একদিকে হাসি ছড়াচ্ছে কমলালেবু, সবেদা, আম, জাম, কাঁঠাল, অন্যদিকে সৌন্দর্যের অপরূপ ডালি সাজিয়ে ফুটে রয়েছে ডালিয়া চন্দ্রমল্লিকা গোলাপ সহ নাম-না-জানা প্রচুর ফুল। প্রকৃতির এমন ভারসাম্য তাও আবার ছাদে? হ্যাঁ সত্যিই এমন অপরূপ প্রাকৃতিক ভারসাম্য তৈরি করেছেন বর্ধমানের ভাতছালার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী পল্লব দাস। বর্ধমান শহরে অতি পরিচিত পল্লব বাবু দীর্ঘদিন ধরে পশুপ্রেমী বলে খ্যাত। কিন্তু পশু প্রেমের পাশাপাশি তার এই বৃক্ষ প্রেম সত্যি সকলের কাছে অজানা।
দীর্ঘ ১০ বছর ধরে প্রতিদিন ভোর পাঁচটায় উঠে গাছের পরিচর্যা করেন পল্লব বাবু। বছরে ঋতু পাল্টায় কিন্তু পল্লব বাবু দৈনিক রুটিন পাল্টায় না। পুরো আড়াই ঘন্টা ধরে ছাদে থেকে প্রত্যেক গাছের দায়িত্ব নিয়ে পরিচর্যা করেন তিনি। কথায় বলে, ‘প্রকৃতিকে তুমি যা দেবে প্রকৃতি তা ঠিক ফেরত দেবে’ পল্লব বাবু যে পরিচর্যা ও যত্ন নেয় গাছেদের জন্য গাছ ও তার বিনিময় আজ ছাদ আলো করে ফুলে ফুলে ঢেকে দিয়েছে। তার এই দৈনিক বৃক্ষ পরিচর্যা নিয়ে পল্লব বাবু বলেন, ‘গাছ আমার সন্তানের মত আমার সন্তানকে যেমন আমি যত্ন নিও তেমনি আমি যত্ন নিই’। তিনি আরও বলেন, আজকের প্রজন্ম প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। পরিস্থিতির চাপে তারা ক্রমশ প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে এমতাবস্থায় প্রত্যেক বাবা মা যদি তার সন্তানকে একটু গাছ চিনতে শেখায়, মোবাইল ফোন কিনে দেওয়ার পাশাপাশি একটি গাছ কিনে তা লাগাতে শেখায়, তবে সেই গাছ একদিন মহীরুহ হয়ে প্রকৃতিকে যেমন বাঁচাবে, তেমনি মানুষকেও বাঁচাবে।
Social