টুডে নিউজ সার্ভিস, বীরভূমঃ ইলামবাজার থেকে বোলপুর আসার পথে চৌপাহাড়ী জঙ্গলে রোডে সেলফি নিতে গিয়ে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল এক কিশোরের। মৃত কিশোরের নাম সুমন সেখ (১৭)। বাড়ি ইলামবাজার লাগুয়া ভগবতী বাজার গ্রামে। দুর্ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। তাঁর অপর দুই বন্ধু আহত হয়েছেন। দুর্ঘটনা খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং ময়নাতদন্তের জন্য মৃতদেহটি বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
মৃতের বন্ধু রাহুল হক ও সেখ জুয়েল জানান, আমরা তিন বন্ধু মিলে বুধবার ইলামবাজার থেকে বোলপুরের দিকে যাচ্ছিলাম। সেই সময় জঙ্গলে তাদের ছবি তোলার শখ হয়। আর রাস্তার পাশে বাইক দাঁড় করিয়ে ছবি তুলছিলাম। আর ছবি তুলতে গিয়েই অজান্তেই রাস্তার মাঝে চলে এসেছিল সুমন। তখনই তাকে ধাক্কা মারে একটি ডাম্পার। প্রবল গতিতে ধেয়ে আসা ডাম্পারের ধাক্কায় রাস্তার একপাশে ছিটকে পড়ে সে। আমরা এবং স্থানীয়রা সুমনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
এই ঘটনা পর বোলপুরের মনোবিশেষজ্ঞদের একাংশ জানান, সেলফি অসাবধানতার জন্য বহু যুবক-যুবতীর সাধরণের প্রাণ তো হারাচ্ছে সঙ্গে বহু বিপদজনক ঘটনা ঘটছে। এর প্রতিকার দরকার অতিআ্যবশক।
Social