মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ বাল্যবিবাহ সমাজের একটা মারাত্মক ব্যাধি। এই বাল্যবিবাহ রোধে পশ্চিমবঙ্গ সরকার তথা চাইল্ড লাইনের পক্ষ থেকে গ্রামে গ্রামে পাড়ায়-পাড়ায় স্কুলে স্কুলে শুরু হতে চলেছে সচেতনতা শিবির। শুধু বাল্যবিবাহই নয় চাইল্ড লেবার অর্থাৎ শিশু শ্রমিক, নারী পাচার ইত্যাদি সম্পর্কে ছাত্র-ছাত্রীদের মনে সঠিকভাবে ধারণা প্রবেশ করানো এবং বাল্যবিবাহ রোধে বিশেষ টিম তৈরি করা বা সচেতনতা করা এই চাইল্ড লাইন সংস্থার মূল উদ্দেশ্য।
বীরভূম জেলার চাইল্ড লাইন টিমের অন্যতম সদস্য ফজলুল হক এবং ইলামবাজার ব্লকের চাইল্ড লাইনের পক্ষের দায়িত্বে থাকা ধীমান ভট্টাচার্য্য সাংবাদিকদের জানান বেশকিছু বাল্যবিবাহ রোধ করা গেছে ইলামবাজার ব্লকে। ইলামবাজার থানার সহযোগিতা নিয়ে চাইল্ড লাইনের পক্ষ থেকে বাল্য বিবাহ রোধ শিশু শ্রমিক ও নারী পাচার এলাকায় বন্ধ করেছেন। ভবিষ্যতে তারা আরও বিভিন্ন ধরনের কর্মসূচি করতে ইচ্ছুক।
অপরদিকে জনুবাজার পীতাম্বর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই সচেতন অনুষ্ঠানের অংশগ্রহণ করে বাল্যবিবাহ রোধ শিশু ও নারী পাচার এবং শিশু শ্রমিক রোধের যথেষ্ট আইন সম্পর্কে তারা সচেতন হয়েছেন বলে জানিয়েছেন তারা। পাশাপাশি ১০৯৮ এই হেল্পলাইন নাম্বারে কল করে যে সাহায্য পাওয়া যায় ছাত্র-ছাত্রীদের সেটা যথেষ্ট সাহস এনে দিয়েছেন বলে জানা গেছে।
Social