Breaking News

চাঁকতেঁতুল অঞ্চলের রনডিহা শ্মশান কালী মন্দির নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন

 

পাপু লোহার, গলসিঃ প্রজাতন্ত্র দিবসের শুভক্ষণে চাঁকতেঁতুল অঞ্চলের একমাত্র শ্মশানের কালী মন্দিরের এদিন ভিত্তিপ্রস্তর করলেন গ্রামের বরিষ্ঠ নাগরিক ধর্মদাস ব্যানার্জি। আজকের দিনে জরাজীর্ণ ভগ্নপ্রায় কালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল সেই ১৯৭৮ সালে। গ্রামের মানুষ বারবার গ্রাম পঞ্চায়েত প্রধানকে অনুরোধ করেছিল পঞ্চায়েতের কোনো প্রকল্প থেকে নতুন মন্দির করে দেওয়ার। প্রধানও সেইমতো কথা দিয়েছিলেন পঞ্চায়েতের ফান্ড থেকেই মন্দির করে দেওয়া হবে‌। গ্রামবাসীদের সেই আশা আজ পূর্ণ হল প্রজাতন্ত্র দিবসের দিন শ্মশান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর করে মন্দির নির্মাণের কাজ শুরু করা হল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁকতেঁতুল অঞ্চলের প্রধান অশোক ভট্টাচার্য ছাড়াও অঞ্চলের নেতা ও কর্মীরা। 

ধর্মদাস ব্যানার্জি গ্রামের বরিষ্ঠ নাগরিক তাঁর হাত ধরে শুরু হলো নতুন মন্দিরের কাজ এদিন তিনি জানান ১৯৭৮ সালে চাঁকতেঁতুল অঞ্চলের ডাক্তার সতীশ মুখার্জি ও তৎকালীন গ্রাম পঞ্চায়েতের প্রধান এর হাত ধরে রণডিহা শ্মশান কালী মন্দির স্থাপন হয়। তিনি আরো জানান দীর্ঘ কয়েক দশক পর সেই মন্দির জরাজীর্ণ হয়ে হওয়ায় নতুন মন্দিরের জন্য আমরা আবেদন করি আর সেই আবেদনে সাড়া দেয় গ্রাম পঞ্চায়েত প্রধান। আমার হাত ধরেই তখন মন্দিরে পুজো শুরু হয় আমারও ইচ্ছা ছিল এই মায়ের মন্দির বড় আকারে তৈরি হোক আর সেই স্বপ্ন আজ পূরণ হতে চলেছে শুধু আমার নয় এই স্বপ্নটা এলাকাবাসীর।

চাঁকতেঁতুল অঞ্চলের প্রধান অশোক ভট্টাচার্য বলেন, পুরনো মন্দির বেশ কয়েক দশকের সেটা আজ প্রায় জরাজীর্ণ অবস্থায় পড়ে তাই চাঁকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের ফান্ড থেকে নতুন মন্দির স্থাপনের কাজ আজ থেকে শুরু হল। এই কালী মন্দির তারাপীঠের মন্দিরের অনুকরণে তৈরি করা হবে। এছাড়াও মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘বৈতরণী‘, সেই প্রকল্পের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে ও এই শ্মশান কালী মন্দিরকে ঢেলে সাজানো হবে। আর এর জন্য পঞ্চায়েত প্রধান ধন্যবাদ জানিয়েছেন গলসি ১নং ব্লকের বিধায়ক নেপাল ঘরুই  সমাজসেবী ও পূর্ব বর্ধমান জেলার তৃনমুল কংগ্রেস সহ সভাপতি মোঃ জাকির হোসেন, গলসি ১নং পঞ্চায়েতর সহ-সভাপতি রানা চ্যাটার্জি-কে।

About Burdwan Today

Check Also

একই রাস্তা সংস্কারে তিনবার টেন্ডার! দুর্নীতির অভিযোগ এবার গলসিতে

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ একই রাস্তার সংস্কারের জন্য একবার বা দুইবার নয়, তিনবার টেন্ডার! কিন্তু, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *