পাপু লোহার, কাঁকসাঃ মঙ্গলবার সকালে পানাগড় বাজারে দুর্গাপুরের দুই দলের নেতাকে একসাথে ঘুরতে দেখে সারা শিল্পাঞ্চল জুড়ে শুরু হয়েছে জল্পনা। এদিন দুর্গাপুর ৩ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ভীম মন্ডল ও বিজেপির নেতা চন্দ্রশেখর ব্যানার্জি একসাথে এক গাড়িতে ঘুরতে দেখে পানাগড় বাজারের বহু মানুষ, ঠিক তারপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিও। ভিডিও ভাইরাল হতেই ঘাসফুল ও গেরুয়া শিবিরে শুরু হয় জল্পনা। কেন কি কারণে তারা একসাথে পানাগড় বাজারে এসেছিল।
কাঁকসা ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সহ-সভাপতি হিরণ্ময় ব্যানার্জি জানান, তিনি লোক মুখে ও সোশ্যাল মিডিয়ায় দেখেছেন দুই দলের দুই নেতাকে কিন্তু কেন কি কারনে তারা একসাথে হয়েছিল সেই নিয়ে কোনো সঠিক খবর পাননি। তবে এই ঘটনার পর ঘাসফুল শিবিরে সরিয়েছে চাঞ্চল্য এবং ঘাসফুল শিবিরকে পড়তে হয়েছে অনেকটা অস্বস্তিতে এমনি জানালেন কাঁকসা ব্লক সহ-সভাপতি।
অন্যদিকে, বিজেপি নেতা রমন শর্মা জানান, এই ঘটনায় বিজেপি কোনো অসস্তিতে পড়েনি। হয়তো তাদের ব্যবসায়িক কারণে একত্রিত হতে হয়েছিল কে কার সাথে এলো বা কে গেল সে নিয়ে বিজেপি চিন্তাভাবনা করে না। এলাকার মানুষ বিজেপির সাথে আগেও ছিল এখন আছে ও ভবিষ্যতে থাকবে অতএব এ বিষয়ে বিজেপির কোনো চিন্তার কারণ নেই।