মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ বুধবার রাতে জয়দেব কেন্দুলি মন্টু শেখের বাড়িতে গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সূত্রের খবর, মন্টু শেখ গ্যাসে রান্না করছিলেন এমত অবস্থায় গ্যাস সিলিন্ডারে লিক করে অগ্নিসংযোগ ঘটে। রান্না ঘরে অগ্নিসংযোগ হতেই হতবাক হয়ে যান মন্টু শেখ ও তার স্ত্রী। তড়িঘড়ি জয়দেব পুলিশ ফাঁড়িতে খবর দিলে তৎক্ষণাৎ আইসি বিপ্লব দত্ত ও কনস্টেবল আক্তার হোসেন ঘটনাস্থলে পৌঁছান এবং দমকল বাহিনীকে ফোন করেন।
খবর পেয়ে বোলপুর থেকে দমকলবাহিনী হাজির হয় জয়দেব কেন্দুলিতে এবং প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির জিনিসপত্রের বেশ কিছু ক্ষতি হলেও কোনো হতাহত হয়নি। গ্যাস সিলিন্ডারের এইভাবে আগুন লাগার জন্য আতঙ্কিত এলাকাবাসী। তবে জয়দেব পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জনসাধারণের উদ্দেশ্যে সতর্কভাবে গ্যাসে রান্না করার পরামর্শ দেন।
Social