দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ প্রতিনিয়তই লাফিয়ে লাফিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। শুধু রান্নার গ্যাস নয় পেট্রোল-ডিজেলের দাম বাড়ার পাশাপাশি বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও। যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মধ্যবিত্ত পরিবারের। এইভাবে দিনদিন দাম বাড়ার ফলে সেই পিছনে ফেলে আসা অর্থাৎ ফের আদিম যুগের পথে গ্রাম বাংলার গৃহবধূরা। সংসার চালাতে নাজেহাল অবস্থায় তারা জঙ্গল থেকে শুকনো পাতা কুড়িয়ে কিংবা খড় দিয়ে রান্না করছে মাটির উনুনে। বর্ধমানটুডে-র ক্যামেরায় এমনই ছবি ধরা পড়ে বাঁকুড়ার ইন্দাস ব্লকের বিভিন্ন এলাকায়।
এদিন এলাকার গৃহবধূ সুতপা সাহা ও পূর্ণিমা খাঁ বলেন, আমরা চাষবাসের উপর নির্ভরশীল এবছর ফসল ভালো না হওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে পাশাপাশি দিন দিন যেভাবে গ্যাসের দাম বেড়ে চলেছে তাতে গ্যাস কেনা অসম্ভব হয়ে পড়ছে। তাই রান্নার গ্যাস বাদ দিয়ে মাটির উনুনে শুকনো পাতায় রান্না করছি।
সব মিলিয়ে পেট্রোল-ডিজেল থেকে শুরু করে রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় বিপাকে মধ্যবিত্ত।
Social