দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ গাছ কাটতে গিয়ে সেই গাছে চাপা পড়ে মৃত্যু হলো মঙ্গল রায় (৫২) নামে এক ব্যক্তির। বাড়ি বাঁকুড়া বেলিয়াতোড় থানার অন্তর্গত ছান্দার গ্রাম পঞ্চায়েতের ঢ়াঙ্গাকেন্দ গ্রামে । এদিন বেলিয়াতোড় ফরেস্ট অফিসের তরফ থেকে গাছ কাটার কাজ চলছিল সেই কাজে যোগ দেয় মঙ্গল রায়। এই গাছ কাটার কাজ গত তিনদিন ধরে চলছিল তবে এদিন এত বড় একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল।
তবে এই বিষয়ে গাছ কাটার কাজের সাথে যুক্ত থাকা কালিপদ রায় নামে এক ব্যক্তি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তাদেরকে কন্টাক্ট চুয়াল ভাবেই কাজ করানো হচ্ছে এবং এই গাছ কাটার কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়নি।
এ বিষয়ে বেলিয়াতোড় ফরেস্ট অফিসার বলেন, এনারা গাছ কাটা নিয়ে হিসাব মতো টাকা পান, তাঁরা সেই রকম ভাবেই কাজ করেন এবং সাবধানে কাজ করতে হতো তবে এই বিষয়ে পরিবার সহযোগিতা পাবেন।