প্রবীর মণ্ডল, বর্ধমানঃ কথায় আছে “বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ।” আর এই পার্বণের মধ্যে অন্যতম একটি হলো গণেশ পুজো। ৩১ আগস্ট গণেশ চতুর্থী। অন্যান্য বছরের মতো এ বছরও জেলার বিভিন্ন জায়গায় জাঁকজমক ভাবে পূজিত হচ্ছেন সিদ্ধিদাতা গণেশ।
তেমনি পূর্ব বর্ধমানে গণেশ পুজোয় ব্রতী হলেন কালনা রোড ফ্রেন্ডস ক্লাব। প্রত্যেক বছরই তারা গণেশ পুজার আয়োজন করেন এবং এই পুজোকে ঘিরে বসে মেলাও। আর এই পুজোকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে আনন্দের মরশুম।
মঙ্গলবার ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পুজোর উদ্বোধন করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, বৈকুন্ঠপুর-১ অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান, বৈকুন্ঠপুর-২ অঞ্চল সভাপতি অনুপম ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন বৈকুন্ঠপুর-২ বেচারহাট উত্তর ক্যানেল পাড় সার্বজনীন গণেশ পুজো ও বৈকুন্ঠপুর-২ গ্রাম পঞ্চায়েতের রায়নগরেও গণেশ পুজোর শুভ উদ্বোধন করেন বিধায়ক নিশীথ কুমার মালিক।
Social