টুডে নিউজ সার্ভিসঃ ডানকুনির ১৬নং ওয়ার্ডের রায়পাড়ায় খেলার মাঠ দখল করে প্রোমোটিং, অভিযোগের তির পুরসভার উপ-পুর প্রশাসকের দিকে। এদিন মাঠের দাবিতে ডানকুনি পুরসভার সামনে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা।
ওই ওয়ার্ডের রায়পাড়ায় ৬০ বছর পুরানো মাঠ শাসক দলের সভাপতি তথা ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহার সহযোগিতায় প্রমোটিংয়ের অভিযোগ তুলে এদিন ডানকুনি পুরসভার সামনে বিক্ষোভ দেখান রায়পাড়ার মহিলা সহ শিশুরা।