টুডে নিউজ সার্ভিসঃ গুজরাটে ক্ষমতায় এলেই বিনামূল্যে মিলবে বিদ্যুৎ পরিষেবা। নির্বাচনের আগেই গুজরাটে প্রচারে গিয়ে আমজনতাকে এমনই আশ্বাস দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। গুজরাটে বিদ্যুতের বিল বাড়তে থাকায় প্রচারে বিদ্যুৎ-ই প্রধান ইস্যু তাঁর, এমনি ইঙ্গিত দিলেন কেজরিওয়াল।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, দিল্লিতে বিনামূল্য বিদ্যুৎ পরিষেবা দিতে শুরু করেছে আম আদমি পার্টির সরকার। পঞ্জাবেও প্রায় ২৫ লাখ ঘরে বিদ্যুতের বিল শূন্য এসেছে বলেও দাবি তাঁর।
Social