টুডে নিউজ সার্ভিসঃ কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে মন্ত্রিসভায় না রাখায় মদন মিত্রের হয়ে সরব হলেন তৃণমূলের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। একেবারে কামাড়হাটির বিধায়ক মদন মিত্রের হয়ে ভূয়সী প্রশংসা করলেন তিনি।
সম্প্রতি, হাওড়ার একটি অনুষ্ঠানে গিয়ে মদন মিত্রের প্রশংসা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলে দিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘তৃণমূল জমানায় সেরা ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। উনি একজন শিক্ষিত মানুষ। কেউ রাগ করলে আমার কিছু যায় আসে না। ক্রীড়ামন্ত্রী হিসেবে মদন মিত্র ছাড়া আর কাউকে আমি মানি না। আমি অবাক হয়ে যাচ্ছি মন্ত্রিসভায় মদন মিত্রের নাম নেই।’
Social