Breaking News

ক্রীড়াজগতে বড় দায়িত্ব পেলেন হরজিৎ সিং নিক্কি

 

পাপু লোহার, কাঁকসাঃ সমাজসেবী করোনা হিরোর পর এবার ক্রীড়াজগতে বড় দায়িত্ব পেলেন হরজিৎ সিং নিক্কি-র। রবিবার পশ্চিম বর্ধমান জেলার কাবাডি ফেডারেশন কাঁকসা ইউনিটের নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন তিনি। এদিন হারজিত সিং নিক্কি বলেন, সকল যুবক ও মহিলারা রাজ্য ও জাতীয় স্তরে কবাডি খেলার সুযোগ পাবে এবং আগামী দিনে তাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।

কাঁকসা ইউনিটের এই নতুন কমিটির সভাপতি সত্য নারায়ন দাস, সাধারণ সম্পাদক প্রভাত ব্যানার্জি, যুগ্ম সম্পাদক রহমত আলী তথা কোষাধ্যক্ষ সৈয়দ বাবর আলী, সাংগঠনিক সম্পাদক অরূপ ঘোষ তথা কার্যনির্বাহী কমিটির মিনা বিশ্বাস, ভূপেন্দ রা সিং, মফিজুল ইত্যাদি কার্যনির্বাহী কমিটিতে উপস্থিত ছিলেন।

স্বাধীনতা দিবসে করোনা যোদ্ধা হিসেবে সম্মানিত হন হরজিৎ সিং নিক্কি। তিনি একজন সমাজসেবক যিনি করোনা আক্রান্তদের সেবা করেছেন দুই বছর, পানাগড়ের বিভিন্ন এলাকায় বিনামূল্যে মেডিকেল, অক্সিজেন সিলিন্ডার এবং তার নিজের বাইককে অ্যাম্বুলেন্স হিসেবে তৈরি করে সেবা দিয়েছেন। সংগঠনের সদস্যরা বলেন, করোনাকালে সকাল থেকে রাত পর্যন্ত হরজিৎ নিজের জীবনের পরোয়া না করে প্রতিটি পর্যায়ের মানুষের পাশে থেকে মানুষের সহযোগিতা করেছেন। এদের সেবা দেখে আমরা সংগঠনবাসি গর্বিত এই করোনা যোদ্ধার সম্মান দিতে পেরেছ।

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *